ফের ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম

ইবাংলা ডেস্ক

২৪ ঘণ্টা না পেরুতেই চট্টগ্রামে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২৭ নভেম্বর) বিকেল ৩টা ৪৮মিনিটে মৃদ ভূমিকম্প হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক ২।

Islami Bank

চট্টগ্রাম আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, আগের মতো এবারও ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমার-ভারত সীমান্তে। শুক্রবারের ভূমিকম্পটি আঘাত হানে ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে। এটির উৎপত্তিস্থল ছিল চট্টগ্রাম থেকে ১৭৫ কিলোমিটার পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৪২ কিলোমিটার।

one pherma

শুক্রবার (২৬ নভেম্বর) ভোরে ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকা ও চট্টগ্রামসহ দেশে উত্তরাঞ্চল। এটির মাত্রা ছিলো ৬ দশমিক ১। একই উৎপত্তিস্থল থেকে আজ দ্বিতীয়বার ভূমিকম্প অনুভূত হয়। এ দুটি ভূমিকম্পে দেশের কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইবাংলা/এইচ /২৭ নভেম্বর২০২১

Contact Us