হামলায় ৬ সেনা সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক

সুদানের ৬ সেনা সদস্য নিহত হয়েছে পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ার হামলায় । ইথিওপিয়া-সুদান সীমান্তবর্তী এলাকায় সুদানের একটি চেকপোস্টে শনিবার (২৭ নভেম্বর) সুদান সেনারা গুলি চালায়। সুদানের সামরিক বাহিনীর কয়েকটি সূত্র রয়টার্সকে এই তথ্য জানিয়েছে।

Islami Bank

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে সুদানের সামরিক বাহিনী জানিয়েছে, ‘ইথিওপিয়ার সামরিক বাহিনীর একটি অংশ এবং মিলিশিয়া গ্রুপগুলো আল-ফাশাগা আল-শুগ্রা নামক এলাকায় সুদানি বাহিনীর ওপর হামলা করে। এতে কয়েকজন সেনা নিহত হন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমাদের নিরাপত্তার বাহিনীও এই হামলার কঠোর জবাব দিয়েছে এবং হামলাকারীদের জীবন ও সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে।’

one pherma

তবে ইথিওপিয়ার হামলায় সুদানের ঠিক কতজন সেনা নিহত হয়েছেন, তা সুদানের সামরিক বাহিনীর বিবৃতিতে জানানো হয়নি।

ইবাংলা / আমিন/২৮ নভেম্বর ২০২১

Contact Us