সাইকেল চালিয়ে হাসপাতালে গিয়ে সন্তান জন্ম দিলেন

আন্তর্জাতিক ডেস্ক

জুলি অ্যানি জেন্টার সাইকেল নিয়ে বাসা থেকে বের হয়েছেন এমন সময় তার লেবার শুরু হয়েছে, হাসপাতালে পৌঁছানোর ঘণ্টাখানেক পরই সন্তানের জন্ম দেন তিনি। জুলি নিউজিল্যান্ডের গ্রিন পার্টির এমপি ।

Islami Bank

কয়েক ঘণ্টা পরই ফেসবুক পোস্টে জুলি বলেন, ‘ ভোর ৩টায় আমাদের পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানিয়েছে। যদিও আমার সাইকেলে করে হাসপাতালে ভর্তির কোনো পরিকল্পনা ছিলো না কিন্তু এটিই হয়েছে। আমরা যখন ২টায় হাসপাতালের উদ্দেশ্যে বের হয় আমার কনট্রাকশন খুব একটা অসহ্যনীয় ছিলো না। আমরা হাসপাতালে পৌঁছানোর ১০মিনিট পরই লেবারের তীব্রতা বেড়ে যায়।

one pherma

৫০ লাখ মানুষের দেশ নিউজিল্যান্ডের রাজনীতিবিদরা খুবই সাধারণ জীবন-যাপনের জন্য খ্যাত। দেশটির প্রধানমন্ত্রী জ্যাসিন্দা আর্ডেন সন্তান জন্মের একসপ্তাহ আগেও পালন করেছেন প্রধানমন্ত্রীর দায়িত্ব, তিন মাসের কন্যাকে নিয়ে উপস্থিত হয়েছেন জাতিসংঘ সম্মেলনে।

ইবাংলা / আমিন /২৮ নভেম্বর ২০২১

Contact Us