পাপুলের ৭ বছরের কারাদণ্ড

ইবাংলা ডেস্ক

মানবপাচারের মামলায় লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সাংসদ শহিদ ইসলাম পাপুলকে ৭ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন কুয়েতের শীর্ষ আপিল আদালত। কারাদণ্ডের পাশাপাশি ২৭ লাখ ‍কুয়েতি দিরহাম জরিমানাও করা হয়েছে।

Islami Bank

কুয়েতের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, কারাদণ্ড ভোগের পর শহিদ ইসলাম পাপুলকে নিজ দেশে প্রত্যাবর্তনেরও নির্দেশ দিয়েছেন আদালত।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল মাজেন আল জাররাহ ও জনশক্তি পরিচালক হাসান আল খেদরকেও একই মেয়াদের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। ওই মামলায় ঘুষ নেওয়ার অভিযোগে কুয়েতের সরকারি এই দুই কর্মকর্তাকে তাদের পদ থেকে বহিষ্কারের নির্দেশও দিয়েছেন আদালত।

one pherma

বহুল আলোচিত এই মামলায় কুয়েতের সাবেক সাংসদ সালাহ খুরশিদকেও সাত বছরের কারাদণ্ড ও সাত লাখ ৪০ হাজার কুয়েতি দিরহাম জরিমানা করা হয়েছে। আদালতের এই রায় চূড়ান্ত বলে জানিয়েছে গালফ নিউজ।

এর আগে, গত ফেব্রুয়ারিতে কুয়েতের একটি অপরাধ আদালত বাংলাদেশের সাবেক সাংসদ পাপুলকে চার বছরের কারাদণ্ডাদেশ ও ১৯ লাখ কুয়েতি দিরহাম জরিমানা করেন।

ইবাংলা / এইচ /২৮ নভেম্বর, ২০২১

Contact Us