ইউএনও’র গাড়ি ভাঙচুর, নিহত ৩

জেলা প্রতিবেদক, ঠাকুরগাঁও

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নের ঘিডোব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

Islami Bank

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের গুলিতে সাহাবলি হুসেন (৩৫) এবং মজাহারুল (৪০) নামে দুইজন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। পরে আদিত্য নামে আরও একজন রংপুর নিয়ে যাওয়ার পথে মারা গেছে। তাদের বাড়ি ঘিডোব গ্রামে। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে আরও ৫ জন। তাদের পীরগঞ্জ ও ঠাকুরগাঁও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই কেন্দ্রে দায়িত্বরত গ্রামপুলিশ সদস্য সগেন্দ্রনাথ জানান, রোববার (২৮ নভেম্বর) রাত ৮ টার দিকে ভোটের ফলাফল গণনার পর বিএনপি সমর্থিত প্রার্থী নুরুজ্জামান ও তার সমর্থকরা প্রিজাইডিং অফিসারসহ প্রশাসনের কর্মকর্তাদের ঘিরে ফেলে।

one pherma

এরপর পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে এলে তার গাড়ি ভাংচুর করে। সড়ক কেটে দেয় বিক্ষুব্ধরা। প্রায় দেড়ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঘটনাস্থলে আসলে তাদের উপর আক্রমণের চেষ্টা করে। এ সময় আইনশৃঙ্খলার বাহিনীর সদস্যরা কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে হতাহতের ঘটনা ঘটে।

পরীগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, দুই মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও একজন মারা গেছেন বলে শুনতে পেরছি।

ইবাংলা /টিআর/২৯ নভেম্বর ২০২১

Contact Us