ভিকি-ক্যাটের জন্য সাজছে রাজস্থান

বিনোদন ডেস্ক

ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফের বিয়ে নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। প্রতিদিনই নিত্য নতুন খবরে সরগরম বলিপাড়া । ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া অবশেষে তাদের এক প্রতিবেদনে জানিয়েছে এই জুটির সাত পাকে বাধা পড়ার চূড়ান্ত খবর। ভিকি ও ক্যাটরিনার জন্য সাজছে রাজস্থানের রণথমবোর।

Islami Bank

আরও পড়ুন: দীপাবলিতেই আংটি বদল ক্যাটরিনা-ভিকির !

ডিসেম্বরের ৭, ৮ ও ৯ অর্থাৎ টানা তিন দিন,চলবে রাজকীয় এ বিয়ের আয়োজন। বিয়ে হবে বিলাসবহুল রিসোর্ট সিক্স সেন্সেস। এরই মধ্যে অতিথিদের জন্য ৪৫টি হোটেল বুক করা হয়েছে। তারকাদ্বয়ের এ বিয়েতে কিছুটা সংকটও তৈরি হয়েছে। হোটেলগুলো বাইরের অতিথি নেওয়া বন্ধ করে দিয়েছে।

one pherma

এদিকে, ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফের বিয়ের আনন্দে বাধ সাধছে করোনা ভাইরাসের নতুন স্ট্রেন ওমিক্রন। এই নতুন আতঙ্কে অতিথি তালিকায় বেশ কিছু নাম ছাঁটাই করতে হয়েছে তাদের। অন্যদিকে, বিয়ে প্রসঙ্গে জানা যায়, আগামী ৯ ডিসেম্বর মূল আয়োজনটি হবে। এটি হবে জয়পুরে।

শোনা যাচ্ছে, সেখানে উপস্থিত থাকবেন বরুণ ধাওয়ান, কবির খান, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারাসহ অনেকে। দুই তারকার সংগীতানুষ্ঠানে নাচ শেখানোর দায়িত্ব পড়েছে করণ জোহর এবং ফারহা খানের ওপর।

ইবাংলা/ টিপি/ ২৯ নভেম্বর, ২০২১

Contact Us