অবশেষে হাফ ভাড়া নেয়ার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টানা এক সপ্তাহেরও বেশি সময় ধরে লাগাতার আন্দোলনের মুখে অবশেষে গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাস মালিক সমিতি। এর আগে বিআরটিসি বাসে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নেয়ার বিষয়ে প্রথম সিদ্ধান্ত নেয়। ডিসেম্বরের ১ তারিখ থেকে এ ভাড়া কার্যকর হওয়ার কথা।

Islami Bank

মঙ্গলবার (৩০ নভেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ধানমন্ডিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা মহানগর শাখা ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের যৌথসভায় এ কথা বলেন। এদিকে ১ ডিসেম্বর থেকে গণপরিবহনে হাফ ভাড়া কার্যকর হবে বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।

আরও পড়ুন: শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়ে বৈঠক

one pherma

এনায়েত উল্যাহ আরও বলেন, সরকারি ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের মৌসুমি ছুটি এবং অন্যান্য ছুটির সময় ছাত্রদের হাফ ভাড়া কার্যকর হবে না। হাফ ভাড়ার এই সিদ্ধান্ত শুধু ঢাকা শহরের জন্য কার্যকর হবে। অন্যান্য শহরের জন্য নয়। কারণ, এই দাবি শুধু ঢাকার শিক্ষার্থীদের ছিল।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সব শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে। আলোচনার পর ছাত্রদের বাসে হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত হয়। তবে হাফ ভাড়া প্রদানের সময় স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের ছবিযুক্ত আইডি কার্ড প্রদর্শন করতে হবে।

ইবাংলা/টিপি/৩০ নভেম্বর, ২০২১

Contact Us