শিক্ষার্থীদের রামপুরা ব্রিজ অবরোধ

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

সোমবার (২৯ নভেম্বর) রাতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের প্রতিবাদে রাজধানীর রামপুরা ব্রিজ অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ৯টা থেকে রামপুরা ব্রিজে জড় হতে থাকে ঐ এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। এদিকে বিক্ষোভের জেরে ওই সড়কে যান চলাচল সীমিত রয়েছে।

জানা যায়, রামপুরায় রাস্তা পার হওয়ার সময় দুটি বাসের প্রতিযোগিতায় চাপা পড়ে নিহত হয় মাঈনুদ্দিন। রামপুরার একরামুন্নেছা স্কুল অ্যান্ড কলেজের বাণিজ্য শাখা থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল সে। রাত ৯টার দিকে বাবার চায়ের দোকানে কাজ শেষ করে বন্ধুর বাড়িতে রামপুরা বাজার এলাকায় যায়। ফেরার পথে রাস্তা পারাপারের সময় বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়।

আরও পড়ুন: ফের বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু, ৮ বাসে আগুন

দুই ভাই ও এক বোনের মধ্যে মাঈনুদ্দিন সবার ছোট। বড় ভাই মনির ছোট একটি চাকরি করেন। মূলত সংসার চলে বাবার টিনের ছোট্ট চায়ের দোকানের আয় থেকেই। বড় ভাই ভালো কিছু না করার কারণে এ সংসারের হাল ধরতে চেয়েছিল সে। স্কুল জীবন ও বাবার েচায়ের দোকানে সহযোগিতা করার কারণে ওই এলাকায় বেশ পরিচিত ছিল মাঈনুদ্দিন। ছিল মেধাবী ছাত্রও।

রামপুরায় শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় ৮ বাসে আগুন। চবি: সংগৃহীত।

এদিকে মাঈনুদ্দিন নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে রামপুরা বাজার এলাকায় বেশ কয়েকটি বাসে আগুন ধরিয়ে দেয়। মধ্যরাত পর্যন্ত এলাকাবাসী সড়ক অবরোধ করে দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ করেন। এ ঘটনায় ঘাতক বাসের চালককে আটক করা হয়েছে বলে তাৎক্ষণিক জানায় পুলিশ।

বাসে আগুন দেওয়া ও ভাঙচুরের বিষয়ে মাঈনুদ্দিনের পরিবারের সদস্যরা জানান, সহিংস কোনো ঘটনার জন্য পরিবারের কেউ দায়ী নয়। খবর পেয়ে যখন পরিবারের লোকজন মরদেহের কাছে পৌঁছায়, তার আগেই ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনগণ।

ইবাংলা/টিপি/৩০ নভেম্বর, ২০২১

Contact Us