জাফরুল্লাহকে শাসালেন ছাত্রদল নেতা

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কথা বলায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্ট্রি ডা. জাফরুল্লাহ চৌধুরীকে শাসিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ওমর ফারুক কাউসার।

Islami Bank

শনিবার (২৬ জুন) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘শিক্ষায় প্রত্যাশা ও প্রাপ্তি: করোনাকালীন শিক্ষা বাজেট ২০২১-২০২২’ শীর্ষক বৈঠকে এ ঘটনা ঘটে।

আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় এলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এমনটি নয়। এরপরও বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে হবে। আগ্রহ থাকতে হবে। আজকে বিএনপি পরিচালিত হচ্ছে ওহি দিয়া। সেই ওহি লন্ডন থেকে ভেসে আসছে।

এসময় দর্শক সারিতে থাকা ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ওমর ফারুক কাউসার আচমকা দাঁড়িয়ে ওঠেন। তিনি বলেন, আমাদের নেতাকে (তারেক রহমান) নিয়ে উল্টা-পাল্টা কথা বলবেন না। আমরা সব বুঝি, আমরা অবশ্যই বুঝি।

আপনাকে নিয়ে কথা বলুন। পরবর্তী সময়ে আপনার কিছু হলে আমরা দায়ী না। তখন জাফরুল্লাহ বলেন, ‘আপনারা কেন দায়ী হবেন’?ডা. জাফরুল্লাহ এসময় কাউসারের উদ্দেশে বলেন, ‘আমার কথা শেষ হোক, বুঝেন, এরপর কথা বলেন’।

one pherma

ডা. জাফরুল্লাহ আরও বলেন, খালেদা জিয়ার চেহারার দিকে লক্ষ্য করে দেখেছেন? তার চেহারায় কেমন বিষণ্নতা ছাপ। জীবিত অবস্থাতেই তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। বিএনপির লোকজন সেটি উপলব্ধি করে না।

এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভের (ইআরআই) আয়োজনে আলোচনা অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইআরআই চেয়ারম্যান ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আনোয়ার উল্লাহ চৌধুরী।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, অধ্যাপক এম. আব্দুল আজিজ, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির ভাইস চেয়ারম্যান সাংবাদিক শওকত মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের সেক্রেটারি ইলিয়াছ খান, কাদের গণি চৌধুরী প্রমুখ।

ই আই/ রামেক/ ২৭ জুন, ২০২১

Contact Us