শারীরিক উপস্থিতিতে সুপ্রিমকোর্টের বিচারিক কাজ শুরু

আদালত প্রতিবেদক

দীর্ঘ এক বছর ৮ মাস বন্ধ থাকার পর শারীরিক উপস্থিতিতে শুরু হতে যাচ্ছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচার কার্যক্রম । ২০২০ সালের মার্চে করোনাভাইরাসের সংক্রমণের কারনে সরকারের দেওয়া ‘সাধারণ ছুটি’ঘোষণার পর আদালতেও সাধারণ ছুটি ঘোষণা করা হয়। ছুটি ঘোষণার আগে সর্বশেষ শরীরিক উপস্থিতিতে সর্বশেষ আপিল বিভাগ বসেছিল ১২ মার্চ।

Islami Bank

বুধবার (১ ডিসেম্বর) সকাল নয়টায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে বিচারকাজ যথারীতি শুরু করবে। এর আগে সুপ্রিম কোর্টে পুরোপুরিভাবে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ পরিচালনার জন্য ২৯ নভেম্বর একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।

one pherma

এতে বলা হয়, প্রধান বিচারপতি জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন, ১ ডিসেম্বর থেকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে শারীরিক উপস্থিতিতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালিত হবে। এর মাধ্যমে ২০ মাস পর শারীরিক উপস্থিতিতে আপিল বিভাগে বিচারকাজ শুরু হলো।

ইবাংলা/টিপি/০১ ডিসেম্বর২০২১

Contact Us