চাকরির নামে অর্ধকোটি টাকা প্রতারণা

জেলা প্রতিনিধি, বরিশাল

বরিশালে চাকরি দেয়ার নামে তরুণ-তরুণীদের কাছ থেকে অর্ধকোটি টাকা হাতিয়ে উধাও হয়েছে আরএম গ্রুপ নামের একটি কোম্পানি।নগরীর রূপাতলী হাউজিংএ হিরন পয়েন্ট-২ ভবনের ৭ম তলায় অবস্থিত ওই প্রতিষ্ঠানটির অফিসে বুধবার (১ ডিসেম্বর) চাকরিতে যোগদান করতে এসে বন্ধ পায় তারা। প্রতারণার ফাঁদে ফেলে বাড়িওয়ালা, পত্রিকার মালিক এবং বিভিন্ন দোকান থেকেও কয়েক লাখ টাকার সেবা নিয়ে লাপাত্তা চক্রটি।

ভুক্তভোগীরা জানিয়েছেন, গত মাসে নগরীর স্থানীয় বেশ কয়েকটি পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেয় আরএমগ্রুপ। নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আবেদন করলেই তাদের চাকরি হয়। তবে এজন্য জামানত স্বরূপ ভুয়া রশিদে সাড়ে ৩ হাজার টাকা থেকে শুরু করে যার কাছ থেকে যা পেরেছে সেই টাকাই জমা নিয়েছে কোম্পানিটি। কিন্তু চাকরিতে যোগদানের সময় এসে অফিস বন্ধ দেখতে পান চাকরিপ্রত্যাশীরা। এমনকি আরএম গ্রুপের জিএম আমজাদ হোসেন কিরণের মোবাইল ফোনও বন্ধ পান তারা।

জানা গেছে, কয়েকদিন আগে থেকেই অফিসের যত মালামাল ছিল তা কুরিয়ারে টাঙ্গাইলে পাঠিয়ে দেয়া হয়।ভবন ম্যানেজার আবু তালেব জানান, প্রতিষ্ঠানটি তাদেরও টাকা না দিয়েই পালিয়েছে। এছাড়া ওয়াল্টন, শাওমিসহ বিভিন্ন শো রুম থেকে ২০ লক্ষাধিক টাকার মালামাল নিলেও কোন টাকা দেয়নি। চেক প্রদান করলেও ব্যাংক থেকে জানানো হয়েছে ওই একাউন্টে মাত্র ৩শ’ টাকা রয়েছে। এই ঘটনায় দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন কোতয়ালী মডেল থানার ওসি আজীমুল করীম।

ইবাংলা / নাঈম/ ১ডিসেম্বর, ২০২১

Contact Us