দুই বন্ধু মাছ ধরতে গিয়ে ট্রেনে কাটা পড়ল

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

টাঙ্গাইলের কালিহাতীতে মাছ ধরতে গিয়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে ট্রেনে কাটা পড়ে। বুধবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ভাবলা এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- মধুপুর উপজেলার মহিষমারা গ্রামের কুদরত আলীর ছেলে ভ্যানচালক বাদল (২৬) ও একই গ্রামের আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা সুরুজ আলী ছেলের দিনমুজুর মানিক (২৫)।

Islami Bank

স্থানীয় সূত্রে জানা গেছে, মধুপুর থেকে ছয়জন বিলে মাছ ধরতে আসেন। এ সময় তাদের মধ্যে চারজন রাতে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। পরে পেছন থেকে হঠাৎ ট্রেন এসে বাদল ও মানিককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে অন্যান্য বন্ধুরা মিলে নিহতদের মরদেহ গ্রামের বাড়ি নিয়ে যান।

one pherma

টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই আব্দুস সবুর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কোনো মরদেহ পায়নি। পরে জানতে পেরেছি ঘটনার পরই নিহতদের সঙ্গে থাকা অন্যরা মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে গেছেন।

ইবাংলা / নাঈম/ ২ ডিসেম্বর, ২০২১

Contact Us