সৌদিতে অবৈধ প্রবাসীদের কাজ দিলে জরিমানা

পাসপোর্টের জেনারেল ডিরেক্টরেট (জাওয়াজত) সতর্ক করেছে যে শ্রম এবং আবাসিক বিধি লঙ্ঘন করে বিদেশীদের নিয়োগকারী যে কোনও প্রতিষ্ঠানে ১ লাখ সৌদি রিয়াল বাংলাদেশী মুদ্রায় প্রায় ২৩ লাখ টাকার অধিক পর্যন্ত জরিমানা করা হবে।

Islami Bank

সৌদি গেজেটের প্রতিবেদন বরাত সৌদি জাওয়াজাত বলেছে যে, বিদেশী কর্মীদের তাদের নিজস্ব সুবিধার জন্য বা তাদের আসল নিয়োগকর্তাদের ব্যতীত অন্য নিয়োগকর্তাদের সঙ্গে কাজ করার অনুমতি দেয় এমন কোনও প্রতিষ্ঠানের উপর একই শাস্তি আরোপ করা হবে।

আইন অমান্যকারী প্রতিষ্ঠানে পাঁচ বছরের জন্য বিদেশী কর্মী নিয়োগ নিষিদ্ধ করা হবে। নিজ খরচে প্রতিষ্ঠানগুলোর নাম স্থানীয় গণমাধ্যমে প্রকাশ করা হবে। অবৈধভাবে বিদেশী কর্মীদের নিয়োগের সঙ্গে সংশ্লিষ্ট পরিচালকদের এক বছরের কারাদণ্ড দেওয়া হবে এবং যদি তিনি প্রবাসী হন তবে তাকে নিজ দেশে নির্বাসন করা হবে।

one pherma

জাওয়াজত স্পষ্ট করে বলেছে যে, আইন লঙ্ঘনের সঙ্গে জড়িত বিদেশী কর্মীদের সংখ্যার সাথে জরিমানা গুণ করা হবে।

জাওয়াজত জনসাধারণকে মক্কা এবং রিয়াদ অঞ্চলে ৯১১ নম্বরে এবং সৌদির অন্যান্য সমস্ত অঞ্চলে ৯৯৯ নম্বরে কল করে আবাসিক, শ্রম এবং সীমান্ত সুরক্ষা বিধি লঙ্ঘনের ক্ষেত্রে তথ্য অবহিত করার আহ্বান জানিয়েছে।

ইবাংলা / এইচ / ২ ডিসেম্বর, ২০২১

Contact Us