সুদূর লন্ডন থেকে নেতৃত্ব আসে বিএনপিতে : ফখরুল

নিজস্ব প্রতিনিধি, ঢাকা :

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার বিষয়ে দলীয় উদ্যোগ ‘সচল’ আছে বলে উল্লেখ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Islami Bank

ফখরুল বলেন, ‘দলের উদ্যোগ সক্রিয় আছে। এ বিষয়ে অগ্রগতি হলে আমরা অবশ্যই আপনাদের জানাব। প্রতিদিন ওনার চেকআপ হয়। টিম অব ডক্টরস আছেন, রাতে গিয়ে ডা. এ এফ এম সিদ্দিকী এবং এ জেড এম জাহিদ হোসেন সাহেব চেকআপ করেন।

রোববার (২৭ জুন) গুলশানে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে খালেদা জিয়াকে বিদেশে নিতে সরকারি অনুমতির বিষয়ে দলের উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে তিনি এ কথা জানান।

one pherma

মির্জা আলমগীর বলেন, বিএনপির নেতৃত্বে কোনো সমস্যা নেই। তারেক রহমান সাহেব এই দুর্দিনে সুদূর লন্ডন থেকে যে নেতৃত্ব দিচ্ছেন, সেই নেতৃত্বে গোটা দল আজ ঐক্যবদ্ধ।

বিএনপি যেহেতু গণতান্ত্রিক দল, সেখানে বিভিন্ন রকমের কথাবার্তা থাকবে। কিন্তু তারেক রহমানের নেতৃত্বে অতীতে যা ছিল, তার চেয়ে বেশি শক্তিশালী ও ঐক্যবদ্ধ আছে বিএনপি এখন।’

ইআই/ রাজনীতি/ ২৮ জুন, ২০২১

Contact Us