শীর্ষ তালিকাভুক্ত ৪ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

জেলা প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজারের টেকনাফের জাদিমুড়া শিবির থেকে পুলিশ হেডকোয়ার্টারের শীর্ষ তালিকাভুক্ত ৪ রোহিঙ্গা সন্ত্রাসীকে ডাকাতির প্রস্তুতির সময় ও একাধিক মামলার পলাতক অপর রোহিঙ্গাসহ পাঁচজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

Islami Bank

শনিবার (৪ ডিসেম্বর) রাত ৮ থেকে ১০টার মধ্যে পৃথক অভিযানে হ্নীলা ইউনিয়নের ২৭ নম্বর শিবির থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে চারটি রামদাও জব্দ করা হয়।

এরা হলেন, একই শিবিরের আশ্রিত মৃত মো. সিদ্দিকের ছেলে নুর আজিম (৩২), সহোদর আবু (৫০), মো. আইয়ুবের ছেলে ইসলাম (৩৫) ও মৃত মুসলিমের ছেলে নুরুল হক (৩৫)।

one pherma

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে জাদিমুড়া ২৭ শিবিরে এপিবিএনের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় চার রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়। তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের কাছ থেকে দেশীয় তৈরি বিভিন্ন সাইজের চারটি রামদা জব্দ করা হয়। গ্রেফতার রোহিঙ্গার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ইবাংলা /টিআর /৫ ডিসেম্বর ২০২১

Contact Us