ভিয়েতনামে নিষিদ্ধ হতে যাচ্ছে মোটরবাইক। রাজধানী হ্যানয়ের মূল জেলাগুলো থেকে আগামী ২০২৫ সালের পর মোটরবাইক নিষিদ্ধ করার পরিকল্প গ্রহণ করেছে কর্তৃপক্ষ। যানজট নিরসন ও কার্বন নির্গমন কমাতেই এমন সিদ্ধান্ত দেশটির। ২০৩০ সালের পর এই পরিকল্পনা গ্রহণে কথা থাকলেও পাঁচ বছর আগেই এই পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে হ্যানয় কর্তৃপক্ষ।
এই নিষেধাজ্ঞা তিনটি প্রধান সড়ক এবং সব জেলায় তৃতীয় রিং রোডের মধ্যে প্রযোজ্য হবে। পর্যায়ক্রমে ২০৩০ সালের পর চতুর্থ রিং রোডের মধ্যে সব জেলায় মোটরবাইক নিষিদ্ধ করা হবে। হ্যানয় প্রশাসন এ বিষয়ে একটি পরিকল্পনা তৈরি করেছে।
রাজধানী হ্যানয়ে প্রায় ৫৬ লাখ মোটরবাইক এবং ৬ লাখ অটোমোবাইল রয়েছে। হ্যানয়ের ১৪০টি রুটে গণপরিবহন ব্যবস্থা চালু আছে। যা মোট চাহিদার মাত্র ৩১ শতাংশ। গণপরিবহনের দুর্বল কার্যক্রমের কারণে হ্যানয়সহ ভিয়েতনামের প্রধান শহরগুলোতে ব্যক্তিগত যানবাহন ব্যবহারের প্রবণতা বেড়েছে।
চলতি বছরের নভেম্বরে হ্যানয়ের পরিবেশ বিভাগ থেকে মোটরবাইক থেকে কি পরিমাণ কার্বন নির্গমন হয় তা মূল্যায়ন করেছে। পরিবেশ বিপর্যয়ের হাত থেকে দেশটিকে রক্ষা করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
ইবাংলা /টিপি/ ৭ ডিসেম্বর ২০২১