রায় ঘোষণার পর নিরব আসামিরা

আদালত প্রতিবেদক

বহু কাঙ্খিত চাঞ্চল্যকর বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় ঘোষণা করা হল। আদালতের রায়ে অভিযুক্ত আসামির ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবনের সাজা শোনান হয়েছে।

Islami Bank

বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত এ রায় ঘোষণা করেন। তাবে মামলায় সাজাপ্রাপ্ত ২৫ আসামির মধ্যে ৩ আসামি পলাতক রয়েছেন। যে কারণে ২২ জনকে আদালতে হাজির করা হয়।

আরও পড়ুন: আবরার হত্যা: ২০ আসামির মৃত্যুদন্ড ৫ জনের যাবজ্জীবন

এদিকে রায় ঘোষণার সময় আসামিদের কেউই কোনো প্রতিক্রিয়া দেখাননি পুরোটা সময়ই উপস্থিত ২২ আসামি স্বাভাবিক ছিলেন। এজলাস থেকে নামিয়ে আদালতের হাজতখানায় নিয়ে আসার পরও তারা কেউই পরিবারের কোন সদস্যদের সঙ্গেও কোনো কথা বলেননি।

one pherma

আবরার হত্যা মামলায় গ্রেফতার ২২ আসামি হলেন- মেহেদী হাসান রাসেল, মো. অনিক সরকার, ইফতি মোশাররফ সকাল, মো. মেহেদী হাসান রবিন, মেফতাহুল ইসলাম জিওন, মুনতাসির আলম জেমি, খন্দকার তাবাখখারুল ইসলাম তানভির, মুজাহিদুর রহমান, মুহতাসিম ফুয়াদ, মনিরুজ্জামান মনির, আকাশ হোসেন, হোসেন মোহাম্মদ তোহা, মাজেদুর রহমান, শামীম বিল্লাহ, মোয়াজ আবু হুরায়রা, এ এস এম নাজমুস সাদাত, ইসতিয়াক আহম্মেদ মুন্না, অমিত সাহা, মিজানুর রহমান ওরফে মিজান, শামসুল আরেফিন রাফাত, মোর্শেদ অমত্য ইসলাম ও এস এম মাহমুদ সেতু।

মামলার তিন আসামি এখনো পলাতক। তারা হলেন- মোর্শেদুজ্জামান জিসান, এহতেশামুল রাব্বি তানিম ও মোস্তবা রাফিদ। তাদের মধ্যে প্রথম দুজন এজাহারভুক্ত ও শেষের জন এজাহার বহির্ভূত আসামি।

ইবাংলা / টিপি/ ৮ ডিসেম্বর, ২০২১

Contact Us