ছাত্রদল নেতাকে হত্যা: ছাত্রলীগ ও যুবলীগের ৪ নেতা আটক
জেলা প্রতিনিধি, জয়পুরহাট
জয়পুরহাটের পাঁচবিবি পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফারুক হোসেনকে (২৫) পিটিয়ে হত্যার অভিযোগ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগের ৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন পাঁচবিবি মহিপুর কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান (২৪), পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক আরিফুল ইসলাম (২৫), যুবলীগের সদস্য মুজাহিদুল ইসলাম ও আনিসুর রহমান (৩৪)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে যুবলীগ সদস্য আনিছুর রহমান শিপন এর সাথে কথা কাটাকাটির জেরে পাঁচবিবি উপজেলা বিএনপি কার্যালয়ে সামনে থাকা বিএনপি নেতা ডালিমের একটি মোটরসাইকেল পুড়িয়ে দেন তারা। পরে থানায় মামলা করতে আসেন বিএনপি ও ছাত্রদল নেতারা।
এ সময় থানার পাশে পার্কের সামনে ছাত্রলীগ ও যুবলীগের ৮/১০ জনের একটি দল বিএনপি ও ছাত্রদল নেতাদের ধাওয়া করে পাঁচবিবি পৌর ছাত্র দলের যুগ্ম আহবায়ক ফারুক হোসেনকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মারা যান।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ঘটনার পরই ৪ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে নিহতের মা বিলকিস বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।
ইবাংলা /টিআর /৮ ডিসেম্বর ২০২১