জাবির শীতকালীন ছুটি বাতিল

ক্যাম্পাস প্রতিবেদক, জাবি

করোনার প্রভাবে দীর্ঘদিন বন্ধ ছিল সকল শিক্ষা প্রতিষ্ঠান। এতে করে ঝিমিয়ে পড়েছিল দেশের শিক্ষা ব্যবস্থা । ঝিমিয়ে পরা শিক্ষাকার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজ ঢাকা পোস্টকে এ তথ্য জানান।

Islami Bank

এর আগে বুধবার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয়।

রেজিস্ট্রার রহিমা কানিজ বলেন, করোনার ক্ষতি কাটিয়ে উঠতে চলতি বছরের শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। এ সময় সব বিভাগে ক্লাস-পরীক্ষা চালু থাকবে। এ সময়ে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সব প্রশাসনিক কার্যক্রমও চালু থাকবে।

one pherma

উল্লেখ্য, করোনার প্রকোপের কারণে দীর্ঘ ১৮ মাস বন্ধের পর গত ১১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেয় কর্তৃপক্ষ। পরে ২১ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে সশরীরে ক্লাস-পরীক্ষা চালু হয়।

ইবাংলা / টিপি/ ৯ ডিসেম্বর, ২০২১

Contact Us