২৫ চিকিৎসকের পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসে কর্মরত ২৫ চিকিৎসককে অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-১ শাখার সিনিয়র সহকারী সচিব সারমিন সুলতানা।

তিনি জানান, সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশের প্রেক্ষিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের ২৫ কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৩ এ ৫৬,৫০০-৭৪৪০০ টাকা বেতনক্রমে পাশে উল্লেখ করা বিষয়ে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের নাম পদবি ও বর্তমান কর্মস্থল-

১. ডা. সালমা আহমাদ, সহযোগী অধ্যাপক (মাইক্রোবায়োলজি), ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।

২. ডা. মো. দীন-উল ইসলাম, সহযোগী অধ্যাপক (মাইক্রোবায়োলজি), ওএসডি, স্বাস্থ্য অধিদফতর। সংযুক্ত: অধ্যক্ষ, মাগুরা মেডিকেল কলেজ, মাগুরা।

৩. ডা. খন্দকার মো. ফয়সল আলম, সহযোগী অধ্যাপক (মাইক্রোবায়োলজি), রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী।

৪. ডা. মো. শাহ আলম, অধ্যাপক (চ:দা:), মাইক্রোবায়োলজি, রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী।

৫. ডা. শফিকুল ইসলাম খান, সহযোগী অধ্যাপক (মাইক্রোবায়োলজি), পটুয়াখালী মেডিকেল কলেজ, পটুয়াখালী।

৬. ডা. জাকির হোসেন হাবীব, সহযোগী অধ্যাপক (মাইক্রোবায়োলজি), (প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার পদে পদায়িত), আইইডিসিআর, ঢাকা৷

৭. ডা. মুনা সালিমা জাহান, অধ্যাপক (চ:দা:), গাইনি অ্যান্ড অবস্, ওএসডি, স্বাস্থ্য অধিদফতর। সংযুক্ত: স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা।

৮. ডা. দিলারা বেগম, সহযোগী অধ্যাপক (রেডিওলজি এন্ড ইমেজিং), ন্যাশনাল রেডিওলজি অ্যান্ড ইমেজিং ইনস্টিটিউট অব ইএনটি, ঢাকা।

৯. ডা. মো. নাজমুল আলম খান, সহযোগী অধ্যাপক (রেডিওলজি অ্যান্ড ইমেজিং), ওএসডি। সংযুক্ত: শহীদ নজরুল ইসলাম মেডিকেল কলেজ, কিশোরগঞ্জ।

১০. ডা. এ.এফ.এম নূরউল্লাহ, সহযোগী অধ্যাপক (রেডিওলজি অ্যান্ড ইমেজিং), এম আব্দুর রহিম মেডিকলে কলেজ, দিনাজপুর।

১১. ডা. আকন্দ ফজলে রাব্বী, সহযোগী অধ্যাপক (রেডিওলজি অ্যান্ড ইমেজিং), ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা।

১২. ডা. মোসা. নাজমুন নাহার, সহযোগী অধ্যাপক (রেডিওলজি অ্যান্ড ইমেজিং), ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হাসপাতাল, ঢাকা।

১৩. ডা. আসিফা সাত্তার, সহযোগী অধ্যাপক (রেডিওলজি অ্যান্ড ইমেজিং), স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা।

১৪. ডা. আজিজুল ক্বদর মো. আব্দুল হাই, সহযোগী অধ্যাপক (প্যাথলজি), ওএসডি, স্বাস্থ্য অধিদফতর৷ সংযুক্ত: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ।

১৫. ডা. কাজী নিশাত আরা বেগম, সহযোগী অধ্যাপক (প্যাথলজি), শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা৷

১৬. ডা. জয়দীপ দত্ত গুপ্ত, সহযোগী অধ্যাপক (প্যাথলজি), কুমিল্লা মেডিকেল কলেজ, কুমিল্লা।

১৭. ডা. কাজী মোহাম্মদ মনোয়ারুল করিম, সহযোগী অধ্যাপক (ইউরোলজি), চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম।

১৮. ডা. মো. আবুল হোসেন, সহযোগী অধ্যাপক (ইউরোলজি), শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা।

১৯. ডা. সুদীপ দাস গুপ্ত, সহযোগী অধ্যাপক (ইউরোলজি), স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা।

২০. ডা. মোহাম্মদ মনোয়ার-উল-হক, সহযোগী অধ্যাপক (ইউরোলজি), চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম।

২১. ডা. নিশীথ কুমার মজুমদার, অধ্যাপক (চ:দা:), কার্ডিওলজি, ওএসডি, স্বাস্থ্য অধিদফতর, মহাখালী, ঢাকা। সংযুক্ত: রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী।

২২. ডা. মো. মিজানুর রহমান, অধ্যাপক (চঃদাঃ), কার্ডিওলজি, কুমিল্লা মেডিকেল কলেজ, কুমিল্লা।

২৩. ডা. মো. রইছ উদ্দিন মন্ডল, সহযোগী অধ্যাপক (কার্ডিওলজি), রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী।

২৪. ডা. কাজী শরীফুল ইসলাম, সহযোগী অধ্যাপক (কার্ডিয়াক সার্জারি), জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা।

২৫. ডা. নাজমুল হোসেন, সহযোগী অধ্যাপক (কার্ডিও থোরাসিক সার্জারি), চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম।

ইবাংলা /টিপি/ ১০ডিসেম্বর ২০২১

Contact Us