কোথাও ঠাঁই হচ্ছে না মুরাদের!

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

সবশেষ দুবাইয়ের ভিসা না পেয়ে অগত্যা ফিরতি টিকেট কেটে দেশেই ফিরছেন আলোচিত সাবেক তথ্যপ্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। বর্তমানে তিনি দুবাই বিমানবন্দরেই আছেন বলে নিশ্চিত করেছে দুবাই বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র।

জানা গেছে, ডানা এভিয়েশন লিমিটেডের মাধ্যমে এমিরেটস এয়ারলাইন্সে দেশে ফেরার টিকিট চূড়ান্ত করেছেন মুরাদ। ফ্লাইটের ফার্স্ট ক্লাসে চেপে এমিরেটসের ইকে-৫৮৬ নম্বর ফ্লাইটে বিকেল ৪টা ৫৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। তিনি করোনা টেস্টের স্যাম্পল দিয়ে দুবাই বিমানবন্দরের টার্মিনাল-৩-এ এমিরেটসের লাউঞ্জে অবস্থান করছিলেন বলে সূত্র জানায়।

আরও পড়ুন : মুরাদকে গ্রেফতারের দাবিতে বিমানবন্দরে বিক্ষোভ

এদিকে মুরাদ হাসান যাতে দেশে ফিরতে না পারেন, এজন্য বিমানবন্দর সড়কে বিক্ষোভ করেছেন কয়েকজন। বিমানবন্দর এলাকার মূল ফটকের বাইরের সড়কে প্রায় ৩০-৪০ জন নিজেদের আওয়ামী লীগের কর্মী দাবি করে মুরাদকে রুখে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

আবদুল্লাহ আল নোমান নামে একজন বিক্ষোভকারী বলেন, মুরাদ বাংলাদেশের নারীদের বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নারী নেতৃত্ব, চিত্র নায়িকা মাহিয়া মাহির সঙ্গে অশ্রাব্য ভাষায় কথাবার্তা বলেছেন। কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। আমরা এগুলোর প্রতিবাদে দাঁড়িয়েছি।

মুরাদকে যেহেতু কানাডা ও দুবাই থাকতে দেয়নি, আমরা চাই এমন লোক যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে। মুরাদকে বাংলাদেশে প্রবেশ করা মাত্র গ্রেফতার করার অনুরোধ করছি আমরা। সেজন্য আমরা এখানে মানববন্ধন করেছি। বিকেলে আমরা আবার আসবো।

বিমানবন্দর এলাকায় মুরাদবিরোধী বিক্ষোভের বিষয়ে জানতে চাইলে মন্তব্য করেননি বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন এসআই জানান, কিছু লোক প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছিল। তারা ১১টার দিকে চলে য়ায়। তারা বলেছে, বিকেলে আবার আসবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে কানাডার উদ্দেশে ঢাকা ছাড়ের মুরাদ। তবে টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর  দিয়ে সেখানে ঢুকতে ব্যর্থ হন তিনি। ফলে তাকে আবার দুবাই ফিরে আসতে হয় । কানাডায় ঢুকতে চেয়ে ব্যর্থ হওয়ার পর মুরাদ হাসান দুবাইয়ের ভিসা পাওয়া  চেষ্টায় ছিলেন।

ইবাংলা /টিপি/১২ ডিসেম্বর ২০২১

Contact Us