একখানা সাবান কিনতে সর্বোচ্চ কত খরচ করেছেন আপনি ? লেবাননের এই সাবান হাতে পেতে হলে পকেট থেকে বেড়িয়ে যাবে ২ লাখ ২৬ হাজারেরও বেশি টাকা। দাম শুনে চোখ কপালে উঠলেও এতে ব্যবহৃত উপাদান কয়টিও যে বহু মুল্যবান ! সোনা এবং হিরার গুড়া দিয়ে তৈরী হয় এ সাবান।
২৪ ক্যারাটের ১৭ গ্রাম সোনার গুঁড়া ও তিন গ্রাম হিরার গুঁড়া, অর্গানিক মধু ও খেজুর দিয়ে প্রস্তুত এ সাবান তৈরিতে সময়ই লাগে ছয় মাস। বিশেষ এই সাবান শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাতের আমির শাহির বিশেষ দোকানে পাওয়া যায়।
দুই লাখের এই সাবান মিলবে লেবাননের ত্রিপোলিতে। ‘খান আল সাবুন’নামের এই বহুমূল্য সাবান তৈরি করে লেবাননের একটি পরিবার। বহুবছর ধরেই বিলাসবহুল সাবান, ত্বকের প্রসাধনী এবং সুগন্ধি বানিয়ে আসছে বাদার হাসানের পরিবার। বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ২০১৩-তে প্রথম বানানো হয় ‘খান আল সাবুন’।
সূত্র: হিন্দুস্তান টাইমসের।
ইবাংলা /টিপি/১২ ডিসেম্বর ২০২১