অর্ধশতকের দেখা পেলেন আশরাফুল

ক্রীড়া প্রতিবেদক, রাজশাহী থেকে

মোহাম্মদ আশরাফুল সবশেষ ম্যাচ খেলেছিলেন ১৩ মাস আগে। জাতীয় ক্রিকেট লিগের টায়ার-২ এর খেলায় বরিশাল বিভাগের হয়ে রাজশাহী বিভাগের বিপক্ষে ওই ম্যাচের প্রথম ইনিংসে ৯ রানের পর দ্বিতীয় ইনিংসে খেলেন ৭১ রানের ইনিংস।

Islami Bank

রোববার (১২ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে নবম বাংলাদেশ ক্রিকেট লিগ। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে ইসলামী ব্যাংক ইস্ট জোনের হয়ে বিসিবি সাউথ জোনের বিপক্ষে মাঠে নেমেছেন আশরাফুলরা।

প্রথম ম্যাচের প্রথম ইনিংসেই পেলেন অর্ধশতকের দেখা। সকালে ব্যাট করতে নেমে দুই ওপেনার ইমরুল কায়েস ও আশরাফুল মিলে গড়েন ১০১ রানের জুটি। ইমরুল ৯৩ বলে ৪৬ রান করে সাজঘরে ফিরলেও আশরাফুল তুলে নিয়েছেন অর্ধশতক।

one pherma

১০৩ বলে ৫৬ রান নিয়ে অপরাজিত রয়েছেন আশরাফুল। তাকে সঙ্গ দিচ্ছেন রনি তালুকদার। এখন পর্যন্ত প্রথম সেশন শেষে ইস্ট জোনের সংগ্রহ ১ উইকেটে ১২৩ রান। এছাড়া দিনের অন্য ম্যাচে মুখোমুখি হয়েছে বিসিবি নর্থ জোন ও ওয়ালটন সেন্ট্রাল জোন।

ইবাংলা /টিআর /১২ ডিসেম্বর ২০২১

Contact Us