অবৈধ অভিবাসী অভিযানে ৮৮ বাংলাদেশি আটক

ই-বাংলা প্রবাস ডেস্ক :

মালয়েশিয়ায় অভিবাসন বিভাগের অভিযানে ২২৯ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ৮৮ জনই বাংলাদেশি।

Islami Bank

বুধবার (৩০ জুন) স্থানীয় সময় সকাল ১১টায় রাজধানী কুয়ালালামপুরের অদুরে ক্লাং শহরের মেরুতে একটি ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

ইমিগ্রেশনের মহাপরিচালক খায়রুল দাযামি দাউদ জানান, বুধবার সকাল ১১টায় এই অভিযান চালানো হয়। এই অভিযানে ৯৯ জন ভারতীয়, ৩৩ জন পাকিস্তানি, পাঁচজন মিয়ানমারের, তিনজন

ইন্দোনেশিয়ান এবং একজন নেপালের নাগরিককেও আটক করা হয়। আটকদের বয়স ২২ থেকে ৪৫ বছরের মধ্যে।

one pherma

তিনি বলেন, অভিযানের সময় কয়েকজন বিদেশি ছিলেন যারা পালিয়ে লুকিয়ে থাকার চেষ্টা করে ব্যর্থ হয়। আটকদের করোনা পরীক্ষা করানোর পর সেমেনিহ শহরে পাঠানো হবে বলেও জানান তিনি।

এর আগে গত ৬, ২১ ও ২৯ জুন অভিবাসন বিভাগের তিনটি অভিযানে ৭০৯ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। এর মধ্যে ১৮২ জন বাংলাদেশিও রয়েছেন।

ইই/প্রবাস/ ১ জুলাই, ২০২১

Contact Us