রক্তের বিনিময়ে অর্জিত ভাষা ও স্বাধীনতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মুজিববর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’- শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, রক্তের বিনিময়ে অর্জিত ভাষা ও স্বাধীনতা সমুন্নত রেখে সমৃদ্ধশালী সোনার বাংলা গড়ে তোলার কাজ চলছে।

স্পিকার বলেন, বাঙালি জাতি ভাষা ও স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে- যা বিশ্বে বিরল। কোন অনুকম্পা নয় কিংবা কারো দানে নয়, রক্তে ভেজা বাংলাদেশের সংবিধান- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনন্য উপহার।

এর আগে, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে জাতীয় প্রেসক্লাব আয়োজিত ৩ দিনব্যাপী কর্মসূচীর উদ্ধোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কবি কামাল আবদুল নাসের চৌধুরী।

এসময় জাতীয় প্রেস ক্লাবের সেমিনার, মিট দ্য প্রেস ও আন্তর্জাতিক লিয়াজোঁ উপ-কমিটির আহবায়ক আইয়ুব ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে ক্লাবের কর্মকর্তা, সিনিয়র সাংবাদিক এবং মুক্তিযোদ্ধারাও বক্তব্য রাখেন।

ইবাংলা /টিআর /১২ ডিসেম্বর ২০২১

Contact Us