পাঁচ মাসে কোরআনে হাফেজ সিয়াম

জেলা প্রতিনিধি, কুমিল্লা

মাত্র পাঁচ মাসে সম্পূর্ণ কোরআন হিফজ করেছে ৯ বছর বয়সী সিয়াম। সিয়াম কুমিল্লা জেলার চান্দিনা থানার লোনা গ্রামের বাসিন্দা হায়াতুল্লাহর ছেলে। সে শহরের মোগলটুলীতে অবস্থিত ব্যতিক্রমী ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান আন-নূর তাহফিজ মাদরাসার ছাত্র।

Islami Bank

রোববার (১২ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে সিয়ামের হিফজ সম্পন্ন হয়। আন-নূর তাহফিজ মাদরাসার সহকারী পরিচালক হাফেজ মাওলানা মাহদী হাসান বলেন, হিফজ শুরু করার পরই আমরা সিয়ামের মধ্যে ভিন্নরকমের প্রতিভা অনুভব করি।

সে মাত্র ৫ মাসে হিফজ সমাপ্ত করেছে-আলহামদুলিল্লাহ। তবে সে খুব চঞ্চল প্রকৃতির, যদি একমনে সময় কাজে লাগাত— তাহলে তার পক্ষে আরও অল্প সময়ে হাফেজ হওয়ার সম্ভবানা ছিল। কেননা, শেষ দিকে সে প্রতিদিন ১৫ পৃষ্ঠা পর্যন্ত মুখস্থ শুনিয়েছে।

one pherma

ভালো হাফেজ হওয়ার পাশাপাশি সিয়াম ভবিষ্যতে বড় আলেম হয়ে দেশ ও জাতির সেবা করতে চায়। আন-নূর তাহফিজ মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা আব্দুস সালাম আইয়ুবি এমনটিই জানালেন। তিনি সিয়ামের জন্য এবং তার মাদরাসার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

তিনি বলেন, সিয়ামের ঐকান্তিক ইচ্ছা, শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টা এবং তার পরিবারের সহযোগিতায় আল্লাহ তাকে খুব শৈশবেই এই মহা পুরস্কারে ভূষিত করেছেন। এজন্য আমরা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করছি।

ইবাংলা / টিপি/ ১৩ ডিসেম্বর, ২০২১

Contact Us