বুকে ব্যথা নিয়ে হাসপাতালে কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বুকে ব্যথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ভর্তি হয়েছেন। মঙ্গলবার ( ১৪ ডিসেম্বর ) দুপুরে তিনি হাসপাতালে ভর্তি হন।

Islami Bank

বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ওবায়দুল কাদেরের সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করা হয়েছে। দলের পক্ষ থেকে হাসপাতালে গিয়ে অহেতুক ভিড় না করারও অনুরোধ জানানো হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষও দর্শনার্থীদের হাসপাতালে না যাওয়ার অনুরোধ করেছেন।

one pherma

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালের মার্চে ওবায়দুল কাদের গুরুতর অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানে এনজিওগ্রাম করে তার করোনারি ধমনিতে তিনটি ব্লক পান চিকিৎসকেরা, যার মধ্যে একটি অপসারণও করা হয়। এরপর তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়।

ইবাংলা / নাঈম/ ১৪ ডিসেম্বর, ২০২১

Contact Us