শ্রীলঙ্কা ও মালদ্বীপ সফরে নৌ যুদ্ধজাহাজ

জেলা প্রতিনিধি, বাগেরহাট

প্রশিক্ষন ও শুভেচ্ছা সফরে বন্ধুপ্রতিম দেশ শ্রীলঙ্কা ও মালদ্বীপের উদ্দেশ্যে ছেড়েগেছে বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজ বানৌজা আবু উবাইদাহ্।

Islami Bank

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ৮ টায় বাংলাদেশ নৌবাহিনীর মোংলা নৌঘাঁটি ত্যাগ করে জাহাজটি। এ সময় কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট কমডোর এ এ মামুন চৌধুরী ও নৌবাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তাগণ এবং নাবিকদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত থেকে জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে
বিদায় জানান।

সশস্ত্র বাহিনীর প্রতিনিধিগণ ও দুইশতাধিক নৌসদস্য নিয়ে প্রশিক্ষণ ও শুভেচ্ছা সফরের উদ্দেশ্যে যাত্রা করা বানৌজা আবু উবাইদাহ্”র অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ক্যাপ্টেন মোহাম্মদ আশরাফুজ্জান।

one pherma

এই শুভেচ্ছা সফরের সমুদ্রযাত্রায় বানৌজা আবু উবাইদাহ্ প্রায় ৪০০০ নটিক্যাল মাইল বা প্রায় ৭৫০০ কিঃ মিঃ সমুদ্র পথ পাড়ি দেবে বলে নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়। উক্ত প্রশিক্ষণ এবং শুভেচ্ছা সফরে নৌবাহিনী কর্মকর্তা ও নাবিকগণের দেশ দুইটির নৌবাহিনীর কর্মকান্ডসহ সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে সম্মুখ ধারণা অর্জিত হবে।

জাহাজটির এ সফরে অংশগহণের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি বন্ধুপ্রতিম দেশসমূহের সাথে সামরিক সু-সম্পর্ক জোড়দার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানানো হয়। সফর শেষে জাহাজটি আগামী ০৫ জানুয়ারি দেশে প্রত্যাবর্তন করার কথা রয়েছে।

ইবাংলা /টিআর/ ১৪ ডিসেম্বর 

Contact Us