করোনায় মৃত্যু ৩, শনাক্ত ২৯৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও তিনজন। একই সময়ে নতুন করে আরও ২৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে।মঙ্গলবার (১৪ ডিসেসম্বর) বিকালে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Islami Bank

দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৪ জনে। এছাড়াও মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮০ হাজার ৫ জনে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৪৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৪ হাজার ৬৬৪ জন। একই সময়ে ২২ হাজার ৭৭৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২২ হাজার ৮৭০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ২৯ শতাংশ।

one pherma

ইবাংলা / নাঈম/ ১৪ ডিসেম্বর, ২০২১

Contact Us