শেষ দিনে পদত্যাগ করলেন আইভী

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। ১৪ ডিসেম্বর ছিল মেয়র সেলিনা হায়াৎ আইভীর শেষ কর্মদিবস। তিনি মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন। এছাড়া করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে কৌশল বিনিময় করেছেন।

Islami Bank

মঙ্গলাবার (১৬ ডিসেম্বর) মেয়র হিসেবে তার শেষ কার্যদিবস। এদিন দুপুরে এক আলোচনা সভায় তিনি এ কথা জানান। নারায়ণগঞ্জ সিটি সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

one pherma

নাসিক ভবনের নির্মাণাধীন মিলনায়তনে এডিবি প্রকল্পের অবকাঠামো উন্নয়নে প্রাক-সম্ভাব্যতা যাচাই বিষয়ক সভায় মেয়র আইভী বলেন, আমরা কেমন নারায়ণগঞ্জ চাই এ বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, যদি আল্লাহ আমাকে সফল করে। যেহেতু আমি বুধবার (১৫ ডিসেম্বর) মনোনয়ন ফরম জমা দেব, তাই আমি হয়তো আর অফিসেও আসব না। এর আগেও ২০১৬ সালের ২২ ডিসেম্বর অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনের আগে ওই বছরের ২৩ নভেম্বর মেয়র পদ ছেড়েছিলেন আইভী। পরে নির্বাচনে তিনি আবারও বিজয়ী হয়ে নগর ভবনে আসেন।

ইবাংলা /টিআর /১৪ ডিসেম্বর ২০২১

Contact Us