দৌলতদিয়ায় যৌনকর্মীদের বিক্ষোভ

ইবাংলা ডেস্ক

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার যৌনকর্মীদের কাছে চাঁদা দাবির প্রতিবাদে বিক্ষোভ করেন বলে জানান যৌনপল্লীর নারীরা। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে দৌলতদিয়া রেল স্টেশন এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Islami Bank

বিক্ষোভ শেষে যৌনপল্লীর বাসিন্দারা অভিযোগ করে বলেন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমানের নাম করে আমাদের প্রতিটি মেয়েকে চিঠি দিয়ে চাঁদা দাবি করেছে। আমরা অসহায়, করোনা ভাইরাস আসার পর থেকে আমাদের কোনও আয় রোজগার নাই। এ অবস্থায় আমরা চাঁদা দিব কিভাবে? আমরা নিজেরাই তো এখন ঋণ করে চলতেছি।

দৌলতদিয়া যৌনপল্লীর অসহায় নারী ঐক্য সমিতির সভানেত্রী ঝুমুর বেগম বলেন, স্থায়ী কয়েকজন যুবক সব মেয়েকে চিঠি দিয়ে টাকা দিতে বলেছে। মেয়েরা টাকা পাবে কোথায়। তাই বাধ্য হয়ে রাস্তায় নেমেছে। আমরা প্রশাসনকেও বিষয়টি জানাব।

one pherma

এদিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান জানান, যৌনপল্লীর বাসিন্দারা কেন বিক্ষোভ করেছে, আমি তার কিছুই জানি না। আর আমি তাঁদের কাছে কেন চাঁদা চাইতে যাব। এটা কোনও পক্ষের ষড়যন্ত্র হতে পারে।

ইবাংলা / এইচ / ১৪ ডিসেম্বর, ২০২১

Contact Us