মালয়েশিয়ার উপকূলে নৌকা ডুবে নিহত ১০, নিখোঁজ ৪৬

মালয়েশিয়ার সমুদ্র উপকূলে অভিবাসন প্রত্যাশীদের নৌকা ডুবে ১০ জনের মৃত্যু এবং ৪৬ জন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় আরো ৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। “ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট ঘটনায় নিখোঁজ অভিবাসীদের খোঁজে উদ্ধার করার চেষ্টা অব্যাহত আছে।

Islami Bank

বুধবার (১৫ ডিসেম্বর) সকালে দেশটির জহুর বারু প্রদেশের কোতা তিংগির তানজুং বালাউয়ের সমুদ্র উপকূলে এ নৌকা ডুবির ঘটনাটি ঘটেছে। তবে কি কারণে নৌকাটি ডুবে গেছে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তবে অভিবাসীরা কোন দেশের নাগরিক তা প্রকাশ করেনি উদ্ধার কারী দল।

জোহরবারু প্রদেশের ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের সূত্রে জানা গেছে , বুধবার সকাল ৮টার সময় উপকূল থেকে প্রায় ২০ মিটার দূরে ডুবে যাওয়ার আগে ৬০ জনকে বহনকারী নৌকাটিকে দেখা যায়। চারজন নারী ও ছয়জন পুরুষের মৃতদেহ তীরে ভেসে আসে। এসময় ২ জন পুরুষ ও দুইজন নারীকে উদ্ধার করা হয়। নৌকায় থাকা আরো ৪৬ জন ব্যক্তি এখনো নিখোঁজ রয়েছে। তাদের খুঁজে বের করার জন্য একটি অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে বলে তিনি বলেন।

one pherma

মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ) পরিচালক ফার্স্ট অ্যাডমিরাল নুরুল হিজাম জাকারিয়া বলেছেন, খারাপ আবহাওয়ার কারণে নৌকা ডুবে যাওয়ার আগে হতাহতরা অবৈধভাবে মালয়েশিয়ার জলসীমায় প্রবেশ করেছিল বলে মনে করা হচ্ছে।

ইবাংলা / এইচ/ ১৫ ডিসেম্বর, ২০২১

Contact Us