ট্রাকচাপায় ৩ শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

Islami Bank

শুক্রবার (১৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টায় উপজেলার বৈশামুড়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনায় হতাহতরা সবাই ইটভাটার শ্রমিক বলে ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. শাহজালাল আলম জানান।

one pherma

নিহতরা হলেন- সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের জন মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (৩৫), শান্ত মিয়ার ছেলে মাহফুজ মিয়া (৩২) ও আক্কাস আলীর ছেলে আমজাদ (৩০)। আহত খেঁজুর মিয়া (৪৫) ও কামাল মিয়াকে (৪০) হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি বলেন, অটোরিকশায় করে শাহবাজপুর বাস স্ট্যান্ড থেকে বিজয়নগর উপজেলার চান্দুরায় ইটভাটায় যাচ্ছিলেন পাঁচ শ্রমিক। পথে বৈশামুড়া এলাকায় অটোরিকশাটিকে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাক চাপা দেয়। এতে তিন শ্রমিক ঘটনাস্থলেই মারা যান।

Contact Us