ট্রেনের নিচে মাথা দিয়েও কিছু হয়নি তরুণীর!

ইবাংলা ডেস্ক

চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক তরুণী। কিন্তু সৌভাগ্যবশত তিনি শুধু বেঁচেই যাননি, একইসঙ্গে কোনো আঘাতই পাননি।তুরস্কের ইস্তামবুলের সিসলি মেট্টো স্টেশনে এই ঘটনা ঘটে। এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে স্থানীয় গণমাধ্যম ডেইলি সাবাহ।

Islami Bank

ভিডিওতে দেখা যায়, এক তরুণী জামার হাতা তুলে ট্রেনের সামনে ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নেন। পাতাল স্টেশনে রেল আসামাত্র তিনি ঝাঁপ দেন! ঘটনার আকস্মিকতায় প্রত্যক্ষদর্শীরা হতবাক হয়ে যান। তবে এর কিছুক্ষণ পর ওই তরুণী অক্ষত অবস্থায় ট্রেনের পেছন থেকে বের হন। প্লাটফর্মের এক যাত্রী তাকে বের হতে সহায়তা করেন।

one pherma

এরপর ওই তরুণীকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল থেকে নিশ্চিত করা হয়, তিনি কোনো ধরনের আঘাত পাননি। ওই তরুণী মনস্তাত্ত্বিক সমস্যায় ভুগছিলেন বলে খবরে বলা হয়েছে।

ইবাংলা / নাঈম/ ১৭ ডিসেম্বর, ২০২১

Contact Us