জাতিসংঘে নিযুক্ত আফগান রাষ্ট্রদূতের পদত্যাগ

ইবাংলা ডেস্ক

আফগানিস্তানের ক্ষমতাচ্যুত আশরাফ গনি সরকারের জাতিসংঘে নিয়োগ দেওয়া রাষ্ট্রদূত গোলাম মোহাম্মদ ইসাকজাই পদত্যাগ করেছেন।জাতিসংঘের সহকারী মুখপাত্র ফারহান হক বার্তসংস্থা এএফপিকে বলেন, ইসাকজাই বুধবার (১৫ ডিসেম্বর) পদত্যাগ করেছেন।গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর দেশটি অর্থনৈতিক ও মানবিক সংকটে পড়েছে। আফগানিস্তান জাতিসংঘে মিশন চালিয়ে যেতে প্রণান্ত চেষ্টা করছে।

Islami Bank

গোলাম ইসকজাই গত ১৪ সেপ্টেম্বর জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে এক চিঠিতে জানান, আশরাফ গনি সরকার ক্ষমতাচ্যুত হলেও তিনি জাতিসংঘে আফগান রাষ্ট্রদূত হিসেবে রয়েছেন।পরের মাসে তালেবান সরকার জাতিসংঘকে এক চিঠি দিয়ে তাদের মুখপাত্র সুহাইল শাহীনকে ইসাকজাইয়ের স্থলাভিষিক্ত করে নতুন রাষ্ট্রদূত হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান।

one pherma

ইসকজাই চলতি বছর নভেম্বরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে অংশ নেন, যেখানে তিনি তার দেশের নতুন কট্টরপন্থী শাসকদের প্রকাশ্যে সমালোচনা করেন। চলতি মাসের শুরুতে জাতিসংঘের ক্রেডেনশিয়াল কমিটি প্রস্তাব পাস করে জানিয়েছে, জাতিসংঘে আফগানিস্তানের প্রতিনিধি কে হবেন, এই পদের জন্য কারা প্রতিদ্বন্দ্বী হবেন, এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।তালেবানের বিগত শাসনমালে জাতিসংঘে তাদের কোনো রাষ্ট্রদূত ছিল না।

ইবাংলা / নাঈম/ ১৭ ডিসেম্বর, ২০২১

Contact Us