৭ প্রতিষ্ঠানকে মেটার নিষেধাজ্ঞা

ইবাংলা ডেস্ক

৭টি সংস্থাকে হ্যাকিং ও বিভিন্ন অনলাইন নজরদারির সঙ্গে জড়িত সন্দেহে নিষিদ্ধ করেছে সামাজিকমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। বিশ্বের বিভিন্ন দেশের ৫০ হাজারের বেশি ব্যবহারকারী এ প্রতিষ্ঠানগুলোর অনৈতিক কর্মকাণ্ডের শিকার হয়েছেন। সম্প্রতি এক প্রতিবেদনে ওই প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করেছে মেটা।

Islami Bank

মেটা’র প্রতিবেদনে যে প্রতিষ্ঠানগুলোর নাম উঠে এসেছে তার মধ্যে আছে কগনাইট, ভেরিন্ট সিস্টেমস, ইসরায়েলের প্রতিষ্ঠান ব্ল্যাক কিউব ও ‘কবওয়েবস টেকনোলজিস এবং ভারতীয় প্রতিষ্ঠান ‘বেলট্রক্স’-এর নাম।

সংস্থাগুলোর প্রতি ভুয়া অ্যাকাউন্ট খোলা, যাদের টার্গেট করা হয়েছে তাদের ফেসবুক বন্ধুদের তালিকা থেকে বাদ দেওয়া এবং হ্যাকিংয়ের মাধ্যমে ব্যবহারকারীদের কাছে ভুয়া তথ্য ছড়ানোর মতো গুরুতর অভিযোগ রয়েছে মেটার।

one pherma

মেটা জানায়, নজরদারির ভুক্তভোগীদের মধ্যে ছিলেন তারকা ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, সংবাদকর্মী, আইনজীবী, বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা এবং সাধারণ ব্যবহারকারীরাও। এমনকি নজরদারি থেকে বাদ যাননি ভুক্তভোগীদের পরিবার ও কাছের বন্ধুরাও।

মেটা’র পাশাপাশি অন্যান্য সামাজিকমাধ্যমগুলোর দিক থেকেও একই ধরনের পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এরই মধ্যে প্রায় ৩০০ ইউজার অ্যাকাউন্ট মুছে দিয়েছে আরেক সামাজিকমাধ্যম টুইটার।

ইবাংলা / টিপি/ ১৮ ডিসেম্বর, ২০২১

Contact Us