‘ন্যায়বিচার একা প্রতিষ্ঠা করতে পারেন না’

আদালত প্রতিবেদক

‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনায় `বিচারক একা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেন না বলে মন্তব্য করেছেনপ্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

Islami Bank

শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচান সভায় তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, রাষ্ট্রের উন্নয়নের জন্য বিচারক ও আইনজীবী সমাজের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। বিচারক একা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেন না। বিচারের সব পর্যায়ে আদালতকে আইনজীবীদের সহায়তা লাগে।

one pherma

তিনি বলেন, সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বিবর্তন ও বিকাশের ক্ষেত্রে বিচার বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই বিচারক ও আইনজীবী উভয়কেই তাদের স্ব স্ব দায়িত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে এবং জ্ঞানের চর্চার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের পূর্ণাঙ্গ বিকাশে এবং মানুষের অধিকর রক্ষায় কাজ করতে হবে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু আমাদেরকে উপহার দিয়েছেন একটি বিশ্বনন্দিত সংবিধান। এই সংবিধানে রাষ্ট্রের তিনটি অঙ্গ আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের দায়িত্ব এবং স্বাতন্ত্রিক বৈশিষ্ট স্পষ্টভাবে বিধৃত রয়েছে। তিনটি অঙ্গের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কই রাষ্ট্রের সামগ্রিক উন্নয়নের জন্য অপরিহার্য।

ইবাংলা /টিআর/ ১৯ ডিসেম্বর

Contact Us