বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৮০ সাঁতারু

জেলা প্রতিনিধি, কক্সবাজার

বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বঙ্গোপসাগরের বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৮০ জন সাঁতারু। সোমবার (২০ ডিসেম্বর) সকালে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিম সৈকত থেকে কার্যক্রম শুরু হয়েছে। ১৬.১ কিলোমিটার সাগর পাড়ি দিয়ে সেন্টমার্টিনে যাবে দেশের বিভিন্ন অঞ্চলের এ সাঁতারু দল।

Islami Bank

বাংলা চ্যানেলের এ সাঁতার প্রতিযোগিতার আয়োজন করছে ষড়জ অ্যাডভেঞ্চার ও এক্সটিম বাংলা নামের দুটি সংগঠন। নিরাপত্তার জন্য প্রত্যেক সাঁতারুর সাথে থাকবে একটি করে উদ্ধারকারী ও দিকনির্দেশক নৌকা। এবার সকলের দৃষ্টি আকর্ষণ করেছে ১০ বছর ৪ মাস বয়সী সর্বকনিষ্ঠ এক সাঁতারু। এই বয়সেই বাংলা চ্যানেল পাড়ি দেবে এই শিশু সাঁতারু।

one pherma

ইবাংলা /টিআর/২০ ডিসেম্বর

Contact Us