বিশ্ববিদ্যালয় পরিবহন ড্রাইভার নুরূল ইসলামের মৃত্যু

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবহন পুলের সিনিয়র ড্রাইভার মো. নূরুল ইসলাম সোমবার (২০ ডিসেম্বর,) সকাল মিরপুর থেকে ক্যাম্পাসে আসার সময় বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে ৮ ঘটিকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। মরহুমের জানাযা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্নে বেলা ১২ ঘটিকায় অনুষ্ঠিত হয়।

Islami Bank

বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিস সূত্রে জানা যায়, মরহুম নুরুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের সিনিয়র বাসচালক। তিনি (ঢাকা মেট্রো- ঝ ১৪-০৯১০৭) বাস চালাতেন। তাঁর গ্রামের বাড়ি মাদারীপুরে। তাঁর পরিবারে এক মেয়ে দুই ছেলে রয়েছে। তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য।

one pherma

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে।জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।

ইবাংলা / রিসাত/ নাঈম/ ২০ ডিসেম্বর, ২০২১

Contact Us