চলন্ত গাড়িতে সন্তান প্রসব!

আন্তর্জাতিক ডেস্ক

তিন বছর বয়সী ছেলেকে প্রিস্কুলে দিয়ে ফিরছিলেন ফিলাডেলফিয়ার বাসিন্দা ইয়েইরান শেরি ও কিটিং শেরি দম্পতি। অন্তঃসত্ত্বা ইয়েইরান নিজেই গাড়ি চালাচ্ছিলেন। রাস্তার মধ্যেই ইয়েইরান বুঝতে পারেন তার সন্তান প্রসবের সময় চলে এসেছে। কিন্তু রাস্তায় তখন ভীষণ যানজট। এই অবস্থায় হাসপাতালে পৌঁছনো সম্ভব না বুঝতে পেরে হাসপাতালের গন্তব্য সেট করে গাড়িটি অটোপাইলট মোডে রেখে স্টিয়ারিং ধরে থেকেই প্রসব করলেন ফুটফুটে এক কন্যা সন্তান। খবর- দ্য গার্ডিয়ান

Islami Bank

হাসপাতালে গাড়ি পৌঁছানোর পর নার্সরা এসে দেখেন তখনও তার অ্যাম্বিলিক্যাল কর্ড কাটা হয়নি । পরে গাড়িতেই নাড়ি কাটেন নার্স। নাড়ি কাটার সময়ও ইয়েইরান চালকের আসনেই ছিলেন। মা ও শিশু দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে, হাসপাতালের নার্সরা শিশুটির নাম রেখেছেন টেসলা বেবি। বাবা-মা অবশ্য ভাল নাম রেখেছেন মেইভ লিলি। তবে ডাক নাম রাখা হয়েছে টেস।

one pherma

এমন আশ্চর্য জন্মের স্মৃতি মেয়ের নামের সঙ্গে জড়িয়ে থাকুক, তেমনটাই চান ইয়েইরান-কিটিং দুজনেই। এমন দুর্দান্ত প্রযুক্তির জন্য গাড়ির নির্মাতা টেসলা সংস্থার ইঞ্জিনিয়ারদের ধন্যবাদও জানিয়েছেন এই দম্পতি। সেই গাড়িটি যে সে গাড়ি নয়, টেসলার একটি অত্যাধুনিক ইলেকট্রিক স্মার্ট কার। দারুণ স্মার্ট অটোপাইলট মোড এই গাড়িটির অন্যতম বৈশিষ্ট্য।

ইবাংলা / টিপি/ ২১ডিসেম্বর, ২০২১

Contact Us