সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রেস সেক্রেটারি ও ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সংবাদ পাঠক, নাট্য ও চলচ্চিত্র শিল্পী কাফি খান মারা গেছেন।
শুক্রবার (২ জুলাই) বাংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্রে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। কাফি খানের মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়েছেন।
ভয়েস অব আমেরিকার একটি খবরে বলা হয়েছে, কাফি খান ১৯৬৬ সালে ভয়েস অব আমেরিকায় যোগ দেন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে তিনি ওয়াশিংটনে মুক্তিযুদ্ধের পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করেন।
১৯৭৩ সালে তিনি বাংলাদেশে ফিরে আসেন। ১৯৮৩ সালে তিনি দ্বিতীয়বার ভয়েস অব আমেরিকায় যোগ দেন। ১৯৯৪ সালে তিনি অবসর গ্রহণ করেন।
এতে আরও বলা হয়, ১৯৯৯ সাল থেকে তিনি বেশ কিছু দিন খণ্ডকালীন বেতার সম্প্রচারক হিসেবে ভয়েস অব আমেরিকায় যুক্ত ছিলেন। ষাটের দশকে ঢাকায় তিনি তদানীন্তন ইউনাইটেড স্টেট ইনফরমেশন অ্যাজেন্সিতে (ইউএসআইএ) কাজ করেছেন।
সত্তর দশকের শেষ থেকে আশির দশকের প্রথম দিক পর্যন্ত তিনি বাংলাদেশের প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
কাফি খানের মৃত্যুতে শোক জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। একদিকে সাংবাদিকতা, অন্যদিকে সাংস্কৃতিক অঙ্গনসহ সবখানেই অসামান্য প্রতিভা তাঁকে এক স্বতন্ত্র মাত্রা দান করেছিল।
কাফি খান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রেস সেক্রেটারির গুরু দায়িত্ব পালন করেন। তিনি জিয়াউর রহমানের সঙ্গে দেশি-বিদেশি গণমাধ্যম ও সাংবাদিকদের নিবিড় যোগাযোগ ও সেতুবন্ধন রাখার দায়িত্ব পালন করেন।’
ইই/ সোশ্যা/ ৩ জুলাই, ২০২১