সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

সাইদুর রহমান তসলিম, নরসিংদী

নরসিংদীর মনোহরদীতে ডাকাতি মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত এক আসামী গ্রেফতার হয়েছে। মনোহরদী থানা পুলিশের অভিযানে বুধবার ৫ বছরের সাজাপ্রাপ্ত অপর এক আসামীও গ্রেফতার হয়।

Islami Bank

মনোহরদী থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২২ ডিসেম্বর) পুলিশের এক অভিযানে মনোহরদী থানার ডাকাতি মামলার ১৭ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী বাচ্চু (২৯) গ্রেফতার হয়। মনোহরদী থানার এএসআই ওমর ফারুকের নেতৃত্বে একদল পুলিশের অভিযানে এ ডাকাতকে গ্রেফতার করেছে।

one pherma

গ্রেফতারকৃত বাচ্চু মনোহরদীর মির্জাপুর খালপাড় গ্রামের হেলাল উদ্দীনের পুত্র।একই পুলিশ দলের অভিযানে বেলাব থানার অপর এক মামলায় ৫বছরের সাজাপ্রাপ্ত আসামী আল আমিনকেও গ্রেফতার করা হয়। সে মনোহরদীর কোচের চর গ্রামের চান্দে আলীর পুত্র। মনোহরদী থানার ওসি আনিচুর রহমান জানান, উভয় আসামীকেই আদালতে প্রেরন করা হয়েছে।

ইবাংলা /টিআর /২২ ডিসেম্বর

Contact Us