জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টারের মানসম্মত সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বরাবর আবেদন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শান্ত নাজমুল বাবু।
বুধবার (২২ ডিসেম্বর) গুলিস্তানে দিশারী বাসের ধাক্কায় প্রাণীবিদ্যা বিভাগের ১৩তম ব্যাচের জবি শিক্ষার্থী শাহিদা সুলতানা গুরুতর আহত হলে শান্ত নাজমুল বাবু তাকে দেখতে আসেন। এসে মেডিকেল সেন্টারের বেহাল অবস্থা দেখে তৎক্ষণাৎ উপাচার্য বরাবর আবেদন করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে কোনো নার্স এবং ল্যাব সুবিধা না থাকায় সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদন করেন। অধ্যাপক ড. ইমদাদুল হক আবেদনপত্রটি গ্রহণ করেন এবং চিফ মেডিকেল অফিসার কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করেন।
এ বিষয়ে শান্ত নাজমুল বাবু বলেন, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। করোনা মহামারীর শুরুতে ছাত্রলীগের ৫ দফা দাবির মধ্যে একটি ছিল মেডিকেল সেন্টারের আধুনিকায়ন। কিন্তু এখনো সে দাবি পরিপূর্ণ আদায় না হওয়ায় আমি মর্মাহত তাই আজ বাধ্য হয়ে ব্যক্তিগতভাবে মাননীয় ভিসি বরাবর আবেদন করি এবং তিনি সে আবেদন গ্রহণ করায় তাকে ধন্যবাদ জানাই। ছাত্রলীগ সব সময় শিক্ষার্থীদের জন্য কাজ করে আসছে, করে যাবে ইনশাআল্লাহ।
ইবাংলা /টিআর /২২ ডিসেম্বর