বরখাস্ত হওয়া মেয়র শাহনেওয়াজ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিতের ঘটনায় পদ হারানো জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহানশাহকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর উত্তরা-৬ নম্বর সেক্টরের ‘হোটেল ডি মেরিডিয়ান’ তাকে গ্রেফতার করা হয়।

Islami Bank

গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান। এর আগে সকাল থেকেই হোটেলটি ঘিরে রাখেন র‌্যাব সদস্যরা।

আরও পড়ুন : শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মারায় মেয়র বরখাস্ত

গত ১৬ ডিসেম্বর জামালপুরের দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ ও থাপ্পড় মারেন মেয়র শাহনেওয়াজ।

one pherma

আরও পড়ুন : যেকোনো সময় গ্রেফতার হচ্ছেন গাসিক মেয়র!

ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ এরপর থানায় মামলা করেন ওই শিক্ষা কর্মকর্তা। ওই ঘটনার পর উপজেলা আওয়ামী লীগ ও পরে পৌর মেয়রের পদ থেকে শাহনেওয়াজকে বরখাস্ত করা হয়।

Contact Us