সম্পত্তির বিরোধে মুক্তিযোদ্ধাসহ স্ত্রী-কন্যাকে মারধর
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবু তাহেরের স্ত্রীকে এলোপাথাড়ী পিটিয়ে আহত এবং মেয়েকে শ্বাসরোধ করে হত্যা চেষ্টা চালায়।
বুধবার (২২ ডিসেম্বর) সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের মগুয়া মিজি বাড়ীতে এঘটনা ঘটে। এসময় মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের আত্মচিৎকারে আশেপাশ্বের লোকজন এগিয়ে আসে। পরে তাদের উদ্ধার করে সেনবাগ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখানেও হামলাকরীরা হাসপাতালে ভর্তিতে বাঁধা দেয়।
আহতরা হলেন- মুক্তিযোদ্ধার স্ত্রী হাসিনা বেগম (৫৫) এবং কন্যা গ্রীস প্রবাসীর স্ত্রী রোকসানা আক্তার (২৫)।
জানা যায়, হাসিনা বেগমকে পিটিয়ে আহত ও মেয়েকে গলায় ওড়না পেঁছিয়ে শ্বাসরোধ হত্যা চেষ্টার চালিয়েছে একই বাড়ির আবুল খায়েরের ছেলে আবদুল্লাহ আল মামুন (৩৫), আবু নাছের (৪০) ও তার স্ত্রী সুমি আক্তার (৩০)। এসময় হামলাকারীরা গ্রীস প্রবাসী মোঃ ইব্রাহিমের স্ত্রী রোকসানার গলার চেইন, কানের দুল ও হাতের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
হাসপাতালে চিকিৎসাধীন রোকসানা আক্তার অভিযোগ করে জানান, প্রতিপক্ষ আবদুল্লাহ আল মামুন, আবু নাছের ও তার স্ত্রী সুমি আক্তার বিভিন্ন তার ক্রয়কৃত দুই শতাংশ জমিন দখল করতে না পেয়ে নানা অজুহাতে ঝড়গা বিবাদ সৃষ্টি চেষ্টা চালায়। ঘটনার দিন তারা বিনা কারণে তাদের বসতঘরকে লক্ষ্য করে ময়লা ফেলায় বাঁধা দেয়। এই নিয়ে তাদের পরিবারের ওপর হামলার ঘটনা ঘটে। এর প্রতিকার চেয়ে রোকসানা আক্তার বাদী হয়ে সেনবাগ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. ইমদাদুল হক বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইবাংলা/ এইচ /২৩ ডিসেম্বর, ২০২১