বেনাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী আসতে পারবে

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল :

আন্তমন্ত্রণালয়ের এক আদেশের প্রেক্ষিতে বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে প্রতি সপ্তাহের রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ভারত থেকে পাসপোর্টধারী যাত্রীরা ফিরতে পারবেন বলে জানিয়েছেন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ।

Islami Bank

এই বন্দরের আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারত থেকে সপ্তাহের তিনদিন পাসপোর্টধারী যাত্রী বাংলাদেশে প্রবেশের বিষয়ে গত ২৯ জুন আন্তমন্ত্রণালয় জুম মিটিংয়ের সিদ্ধান্তের আলোকে এ আদেশ প্রদান করা হয়।

শনিবার (৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) আহসান হাবিব বলেন, গত ২ জুলাই প্রাপ্ত এক আদেশের প্রেক্ষিতে করোনা সংক্রমণ পরিস্থিতি আরও অবনতি হওয়ায় স্থলপথে ভারত-বাংলাদেশের মধ্যে ভ্রমণের সময়সীমা সংক্ষিপ্ত করা হয়েছে।

one pherma

যে কারণে এখন থেকে প্রতি সপ্তাহের রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ভারত থেকে যাত্রীরা এনওসি নিয়ে ফিরতে পারবেন। এর আগে, গত ৮ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্দেশনার প্রেক্ষিতে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত যাত্রী যাতায়াতের সময়সীমা নির্ধারণ করা হয়েছিলো।

উল্লেখ যে, দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি অবনতি হওয়ায় স্থলপথে ভারত ভ্রমণে ২য় দফায় গত ২৩ মার্চ ভারত-বাংলাদেশ ভ্রমণে প্রথম নিষেধাজ্ঞা জারি করেন আন্তমন্ত্রণালয়।

ইই/ বে না/ ৩ জুলাই, ২০২১

Contact Us