নির্বাচনী প্রচার বহরে হামলা
জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচনী প্রচার বহরের ১২টি মোটরসাইকেল ভাঙচুরের পর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। উমেদপুর ইউনিয়নে নৌকাপ্রার্থীর সাবদার হোসেন মোল্লার মোটরসাইকেল বহরে এ হামলার ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। হামলার পর সংঘর্ষ ছড়িয়ে পড়েছে কয়েকটি গ্রামে। আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সাবদার হোসেন মোল্লার অভিযোগ, স্বতন্ত্রপ্রার্থী আব্দুল্লার সমর্থক সন্ত্রাসী বাহিনী হামলা করে এরকম তাণ্ডপ চালিয়েছে। এতে আহত হয়েছে অন্তত সাতজন।
শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম জানান, বর্তমানে ইউনিয়নের পরিস্থিতি নিয়ন্ত্রণে। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম স্যারের নির্দেশে এলাকায় পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে, পঞ্চম ধাপে শৈলকূপায় ১২টি ইউনিয়নের মধ্যে তিনটিতে ইভিএম ও বাকি নয়টিতে ব্যালটের মাধ্যমে আগামী ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মোট ২ লাখ ৩২ হাজার ৬৮ জন ভোটার। এর মধ্যে পুরুষ ১ লাখ ১৬ হাজার ২৬৭ জন ও নারী ১ লাখ ১৫ হাজার ৭৭১ জন।
ইবাংলা /টিআর/২৪ ডিসেম্বর