যুব এশিয়া কাপে নাবিলের ঝড়ো সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নেপালের বিপক্ষের ম্যাচ দিয়ে যুব এশিয়া কাপের মিশন শুরু হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন প্রান্তিক নওরোজ নাবিল। শুক্রবার (২৪ ডিসেম্বর) শারজাহ নেপালের বিপক্ষে নাবিলের অপরাজিত ১২৭ রানে ভর করে ৪ উইকেটে ২৯৭ রানের বড় সংগ্রহ করে যুবারা। জয়ের জন্য নেপালের করতে হবে ২৯৮ রান।

Islami Bank

নেপালের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে আসে ৩৯ রান। উদ্বোধনী জুটিতে মাফিজুল ১৭ এবং ইফতেখার ২১ রান করেন। তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন প্রান্তিক নওরোজ। চারে নামা আইচ মোল্লাহ (২২) আউট হলে ২৬.৩ ওভারে ১০৫ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। এরপরেই কিপার ফাহিমকে নিয়ে উইকেটে রাজত্ব শুরু করেন প্রান্তিক। চতুর্থ উইকেটে দু’জনে মিলে গড়েন ১৭৯ রানের অসাধারণ এক জুটি। যা ইনিংসের ভিত গড়ে দেয়।

one pherma

৫৪ বলে ৩ চার ৩ ছক্কায় ৫৮ রান করা ফাহিম রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। প্রান্তিকের সঙ্গী হন মেহেরব হাসান। মারকুটে ব্যাটিংয়ে ৯৪ বলে তিন অংক ছুঁয়ে ফেলেন প্রান্তিক। নেপালের বোলাররা তাকে আউট করতে পারেনি। ১১২ বলে ১১টি চার এবং ১ ছক্কায় অপরাজিত ১২৭ রানের ইনিংস খেলে তিনি মাঠ ছাড়েন। মেহেরব ১৫ বলে ২১ রানের কার্যকরী ইনিংস উপহার দেন।

ইবাংলা / নাঈম/ ২৪ ডিসেম্বর, ২০২১

Contact Us