প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন ক্ষুব্ধ কনে

ইবাংলা ডেস্ক

নিজেকে বিয়ের সাজে দেখতে চান না এমন মেয়ে খুব বেশি নেই। আর বিয়ের দিনটি নিয়ে মেয়েদের নানা স্বপ্ন থাকে। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য বিভিন্ন পরিকল্পনাও করে থাকেন মেয়েরা।

Islami Bank

তবে কোনো কারণে যদি কাঙ্ক্ষিত সেই দিনটি পিছিয়ে যায়, তাও একবার নয়, পরপর দুইবার? তাহলে তো বিয়ের কনের রাগ হওয়াই স্বাভাবিক। তবে সেই রাগ সামলাতে না পেরে রীতিমতো প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখলেন এই কনে।

জানা গেছে, করোনার কারণে দুই বার পেছানোর পর যুক্তরাজ্যের বাসিন্দা ওই কনের চলতি বছরের ৩০ ডিসেম্বর তৃতীয়বারের মতো বিয়ের দিন নির্ধারণ করা হয়েছে। কিন্তু করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে ফের কোভিড নীতিমালা জোরদারের কারণে ওই কনের বাবা আর হবু শাশুড়ি বিয়ের অনুষ্ঠানে থাকতে পারছেন না।

বিয়ের মাত্র ৯ দিন আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনকে চিঠি লিখেছেন এই কনে। চিঠিতে তিনি লিখেছেন, বয়স্করা ওমিক্রনের কারণে আতঙ্কিত হয়ে পড়েছেন। বিয়েতে ৫৫ জনের খাবারের আয়োজন করা হয়েছে। এখন কোনো অতিথি না আসলে তার ক্ষতিপূরণ কে দেবে?

one pherma

এছাড়া বিয়ের জন্য ফুলের অর্ডার দেওয়া হয়ে গেছে। ঠিক করা হয়েছে বাদকদলও। বিয়ের অতিথিদের যাতায়াতের জন্য বাসও ভাড়া করেছে। বিয়ের সব কাজের জন্যই অর্থ দেওয়া মোটামুটি হয়ে গেছে। এমনকি বিয়ের পোশাকও কেনা হয়ে গেছে বলে লিখেছেন ওই কনে।

চিঠিতে ওই কনে লিখেছেন, এ সবের পেছনে খরচও কম নয়। এর পরও যতক্ষণ না সরকার আমাদের সামনে আসল পরিস্থিতি তুলে ধরবে, ততক্ষণ কী হবে? এদিকে, যুক্তরাজ্যের ওমিক্রন পরিস্থিতি ‘সূক্ষ্মভাবে ভারসাম্যপূর্ণ’ হয়েছে বলে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন সতর্ক করেছেন।

ইবাংলা / নাঈম/ ২৪ ডিসেম্বর, ২০২১

Contact Us