একই কবরে মা-মেয়ের দাফন

ইবাংলা ডেস্ক

বরগুনার পোটকাখালী গণকবরে আগুনে পুড়ে আঙ্গার হওয়া মা ও মেয়ের মরদেহ দাফন করা হয়েছে এক কবরে। দু’জনকে জড়ানো অবস্থায় পাওয়ায় ধারণা করা হচ্ছে তারা মা-মেয়ে। কফিনের উপরে লেখা রয়েছে মা-মেয়ের লাশ।

Islami Bank

এক সঙ্গে ৩০ মরদেহ দাফন এমন চিত্র আগে কখনো দেখেনি এখানকার মানুষ। পুরো এলাকায় চলছে শোকের মাতম।

শনিবার (২৫ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে পোটকাখালী গণকবরে অজ্ঞাতদের দাফন করা হয়। এখানের প্রথম কবরটিতেই মা-মেয়ের মরদেহ দাফন করা হয়।

one pherma

গণকবরে মরদেহ দাফন দেখতে আসা মোস্তাফিজসহ একাধিক ব্যক্তি বলেন, এমন করুণ পরিস্থিতি কখনোই দেখিনি এক কবরে মা ও মেয়েকে দাফন দেওয়া। জীবনের প্রথম এই করুণ বিভীষিকাময় সময়ের স্বাক্ষী হয়ে রইলাম। সিডরেও এরকম দেখেছি কিন্তু সে ঘটনা ছিল অন্যরকম। আগুনে পুড়ে মারা যাওয়া দেখিনি।

জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন, মা ও মেয়েকে জড়ানো অবস্থায় মরদেহ দুটি পাওয়া যায় বলে ঝালকাঠি জেলা প্রশাসন জানিয়েছেন। আমাদেরও এমনটি ধারণা যে ওই মরদেহের কফিনে রাখা মা ও শিশু মেয়ের লাশ। যেহেতু তাদের পরিচয় শনাক্ত করা হয়নি তাই এক কবরেই দাফন করা হয়েছে।

ইবাংলা/ এইচ /২৫ ডিসেম্বর, ২০২১

Contact Us